প্রশ্নাবলি এবং উত্তর

 

এখানে কিভাবে বিজ্ঞাপন দেয়া যাবে? 

বিজ্ঞাপন দেয়ার জন্য উপরে বাম পাশে ফ্রী বিজ্ঞাপন দিন বাটনে ক্লিক করলে নতুন পেজে নিয়ে যাবে।

যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তবে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 

তারপর একইভাবে বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিজ্ঞাপন  দিতে হবে। এই সংক্রান্ত বাকি তথ্য কিভাবে ফ্রী বিজ্ঞাপন দিবেন পেজে পাবেন। 

 

কি কি পণ্যের বিজ্ঞাপন দেয়া যাবে?

কৃষি জাতীয় সকল ভোগ্য ফসল বা সবজির বিজ্ঞাপন দেয়া যাবে। 

 

আমার প্রোফাইল থেকে কি একাধিক ফসলের বিজ্ঞাপন দেয়া যাবে?

 অবশ্যই যাবে। আপনার নিকট থাকা সকল ফসলের বিজ্ঞাপন আপনার প্রোফাইল থেকে দেয়া যাবে। এক্ষেত্রে সর্তকতার সাথে সকল ফসলের জন্য প্রযোজ্য ক্যাটাগরি নির্বাচন করে নিতে হবে। 



আমার ফসলের জন্য কিভাবে ক্রেতা পাওয়া যাবে?

 স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত হবে সকল ধরণের ক্রেতা যারা আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনার ফসল বা সবজি কিনে নিবেন। 

 

ক্রেতা কিভাবে আমাকে খুজে পাবে?

 আপনার প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে ক্রেতা পণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করবেন। 

 

পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ করা হবে কিভাবে?

ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধামতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। 



বিক্রীত পণ্য কিভাবে পরিবহনের ব্যবস্থা করা হবে?

আপনি নিজে পরিবহনের ব্যবস্থা করতে পারেন অথবা একশপ ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারেন।

 

পণ্য পরিবহনের ক্ষেত্রে খরচ কেমন হবে?

ডাক বিভাগ অতি স্বল্পমূল্যের যা কোভিড-১৯ সংক্রমণের সময় বিশেষ সেবা হিসেবে কৃষকের সবজি পরিবহন করা হবে। 

 

আমি কি নিজের পরিবহন ব্যবহার করতে পারবো?

আপনি আপনার নিজের পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে পারবেন ।

 

এখানে কি কোনো Hidden Cost আছে?

না, এখানে বিনামূল্যে বিজ্ঞাপন দেয়া যায়। 

 

এই মার্কেটপ্লেস ব্যবহারে কোনো ফি রয়েছে? 

না, এটি সম্পূর্ণ ফ্রী প্লাটফর্ম। 

 

বিক্রয়ের উপর কি কোনো কমিশন দিতে হবে? 

না, বিক্রয় বা বিজ্ঞাপন উভয়ই  এখানে  বিনামূল্যে। 

 

সরাসরি বিক্রয়ের ক্ষেত্রে বিলিং পদ্ধতি কি হবে? 

বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা নিজেদের সুবিধামতো উপায়ে ব্যবসায়িক কার্য সম্পাদন করবেন। 

 

প্রচার প্রচারণা কৌশল কেমন হবে? 

ফুড ফর ন্যাশন  উদ্যোগ নিয়ে জাতীয় পর্যায়ে সকলের কাছে তুলে ধরা হবে যার মাধ্যমে সারাদেশের কৃষক এবং কৃষি পণ্যের ব্যবসায়ীরা যার যার প্রয়োজনমতো পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে।