ফুড ফর নেশন

সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়ে চলছে ডিজিটাল কমার্স। কিন্তু এই কৃষি প্রধান দেশে সরাসরি কৃষি ব্যবসায় জড়িতদের সাথে ডিজিটাল কমার্সের সক্ষতা যেন গড়েই উঠছে না। গড়ে না উঠার কারণও রয়েছে বেশ অনেক। একটা প্রচলিত পদ্ধতিতে যেহুতু অনেক গুলো বছর কেটে গেছে তাই নিজেদের সুবিধা জনক জায়গা থেকে সরে এসে নতুন কিছু গ্রহণ করাটা সব সময় কঠিন।

তারপরও কিছু পরিবর্তন এসেছে। সুপারশপ, ই-কমার্স এবং লজিস্টিকস কোম্পানির সংখ্যা কিন্তু বেড়েই চলছে। সরকারে পাশাপাশি ব্যাক্তিগত প্রতিষ্ঠান গুলোর প্রচেষ্টায় অনেকেই কাজ করে চলছে দেশের চালিকা শক্তিকে কিছুটা ইন্টারনেট নির্ভির করে গড়ে তোলার। যদিও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিভাগীয় সদর এবং কিছু জেলা শহরে।

সময়ের সাথে পরিবর্তন আসলো। বেড়ে গেলো অনলাইনা কেনাকাটা। কিন্তু পণ্য যে জায়গা থেকে আসছে , পরিবর্তনের ছোঁয়া সেখানে ধীর গতিতে চলছে। অর্থাৎ আপনি অনলাইনে অর্ডার করছেন , পণ্যের হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন কিন্ত বাজারজাতকারী, আড়ৎদার, বিপণনকারী উনারা সকলেই কিন্তু রয়েছেন বা কাজ করছেন আগের পদ্ধতিতে। 

সব কিছু একটা সিস্টেম মেনেই চলছিল তার নিজস্ব গতিতে।  হয়তো বিপণনকারী পর্যন্ত ডিজিটাল কমার্স -এর অংশ হতে আরো কিছু সময় লেগে যেত।  কিন্তু এর মধ্যেই বাঁধ সেধে বসলো কোরনা বা কোভিড-১৯। বন্ধ হয়ে গেলো সব কিছু। করোনার থাবায় থেমে গেলো জীবনের ছন্দ। কৃষকের চোখের পানি যেন থামছে না আর। সকল পণ্যের চাহিদা কিন্তু রয়েছে শুধু অভাবটা সমন্বয়ের। সবাই পণ্য কিনতে  চাইছে কিন্তু যোগাযোগ করতে পারছে না।  মুঠো ফোনের যুগে যোগাযোগ কোনো ভাবে করে ফেললেও পারছে না পণ্যের লজিস্টিকস এর ব্যবস্থা করতে।  হঠাৎ করেই কৃষি পণ্যের একটি প্লাটফর্ম যেনো অপরিহার্য হয়ে দাঁড়ালো। 

ঠিক সেই সময়ে এই সমস্যার সমাধানের চেষ্টায় এগিয়ে এলো অনেক প্রতিষ্ঠান। উদ্দেশ্য একটাই কৃষি প্রধান দেশে কৃষকের মুখে হাসি ফোটানো।

এই লক্ষ্যে কাজ শুরু করলো সরকারি উদ্যোগ গ্রামীণ ইকমার্স প্লাটফর্ম - “একশপ” এবং স্টার্টআপ বাংলাদেশের অর্থায়িত উদ্যোগ গুলো। পরিকল্পনা হলো বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষি পণ্য প্লাটফর্মের। এরই মধ্যেই “একশপ” এর বিশাল নেটওয়ার্কে কাজে লাগিয়ে শুরু হলো সমন্বয়ের কাজ। সারা দেশে রয়েছে একশপের একটি বিশাল নেটওয়ার্ক যা পৌঁছে গেছে দেশের প্রায় সব গুলো ইউনিয়নে। শুরু হলো সকলকে যুক্ত করার পালা। যুক্ত হলো বাজারজাতকারী, আড়ৎদার, বিপণনকারী আর প্রাতিষ্ঠানিক ভোক্তা। শুরু হলো এক নতুন যাত্রা।

হাসবে কৃষক দেখবে দেশ।

আরো জানতে ভিসিট করুন -

https://www.startupbangladesh.gov.bd/front/img/logo.png

স্টার্টআপ বাংলাদেশ - https://www.startupbangladesh.gov.bd/

http://ekshop.gov.bd/public/assets/img/ekshop_logo.png

একশপ - http://ekshop.gov.bd/