শাহিওয়াল গরু হচ্ছে জেবু জাতের গরু । জেবুকে এদের কাঁধে উপস্থিত একটি চর্বিযুক্ত কুঁজ, একটি বৃহদাকার গলকম্বল এবং কখনও কখনও ঝুলানো কান দ্বারা দ্বারা চিহ্নিত করা যায়। পাকিস্তানের পাঞ্জাবের মন্টোগোমারী জেলায় শাহীওয়াল জাতের গরুর আদি বাসস্থান হলেও বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে এ জাতটির বিস্তার রয়েছে। ধীর ও শান্ত প্রকৃতির, মোটাসোটা ভারী দেহ , ত্বক পাতলা, পা ছোট, শিং ছোট ও পুর এবং মাথা চওড়া।
এই গরু আমাদের দেশের একটি আদি জাত। এই গরুটি তার রঙের জন্য সবার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। গরুর কোনো শারীরিক সমস্যা নেই, ত্বকে কোনো দাগ নেই।
YouTube Video Link: https://youtu.be/eYWLoBbVNxY
Leave your comment (spam and offensive messages will be removed)